এলিসন হারগ্রিভসঃ এক পর্বতারোহী মা

উক্তিগুলো যখন যথাক্রমে পর্বতারোহণে সর্বকালের শ্রেষ্ঠদের একজন স্যার ক্রিস বোনিংটন এবং ৮০ এর দশকে আমেরিকার অন্যতম সেরা ক্লাইম্বার মার্ক টোয়াইট করেন তখন মনের অজান্তেই তাঁর জন্য জেগে উঠে সমীহ, মূল্যায়ন করতে হয় ভিন্ন মাপকাঠিতে। যতই সেই সময়কার মিডিয়া দুই শিশু সন্তান রেখে পর্বতারোহণের মতো ঝুঁকিপূর্ণ কাজের জন্য “খারাপ মা” উপাধি দিয়ে তাঁকে তুলাধুনো করুক না […]