ক্লাইম্বিং এর জগতে পা রাখতে চাওয়া বিগিনার এবং আগ্রহীদের জন্য এই ওয়ার্কশপ-টি।
অর্গানাইজার- Vertical Dreamers
ইভেন্ট-এ যা যা থাকছে-
|| র্যাপলিং এবং জুমারিং ডেমো
|| র্যাপলিং এবং জুমারিং-এর প্র্যাকটিস সেশন
|| বেসিক রোপ নটস
|| রক টারমিনোলজি
|| বেসিক ফার্স্ট এইড
|| জিপ লাইন
র্যাপলিং সেশনে যা থাকছে-
|| লং স্লিং র্যাপলিং
|| ইটালিয়ান হিচ
|| ক্যারাবিনার টুইস্ট
জুমারিং সেশনে যা থাকছে-
|| সিংগেল হ্যান্ড জুমারিং
|| ডাবল হ্যান্ড জুমারিং
যেহেতু আমরা প্রত্যেকবারই প্র্যাকটিসের জন্য ৪-৫ টা এংকর বানাই,তাই সকল অংশগ্রহণকারীই প্রতিটি এক্টিভিটির জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পাবেন।
লোকেশন- সীতাকুন্ড,চট্টগ্রাম
অংশগ্রহণকারী- ২০ জন (ম্যাক্সিমাম)
রেজিস্ট্রেশনের নিয়মাবলী :
১.
নিচের লিংকে গিয়ে ফর্ম-টি পূরণ করুন –
২.
আপনার রেজিস্ট্রেশন ফি নির্ধারিত নম্বরে বিকাশ করুন
01717-148173 (Personal)
বিকাশ করার সময় রেফারেন্স-এ আপনার নাম (রেজিস্ট্রেশন ফর্ম-এ উল্লেখিত নাম) লিখে দিন।
৩.
আপনার নাম এবং যে নম্বর থেকে বিকাশ করেছেন সেই নম্বর উল্লেখ করে SMS করুন এই নম্বরেঃ
01717-148173 (বিকাশ নম্বর, সেন্ড মানি অপশন)
রেজিস্ট্রেশন ফি :
১০০০ টাকা + বিকাশ চার্জ ২০ টাকা = ১০২০ টাকা
(যারা চট্টগ্রামের এ কে খান মোড় থেকে যাবেন এবং আবার চট্টগ্রাম ফিরবেন)
৯০০ টাকা + বিকাশ চার্জ ২০ টাকা = ৯২০ টাকা
(যারা সীতাকুন্ডের এস কে এম জুট মিল থেকে জয়েন করবেন)
[রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য]
ওয়ার্কশপ-এর সময়সূচি :
তারিখ : ২১ জুলাই (শুক্রবার), ২০২৩
রিপোর্টিং টাইম: সকাল ৬:৪৫ মিনিট (Sharp)
রিপোর্টিং প্লেস : এ কে খান মোড়ের পেট্রোল পাম্প সংলগ্ন, চট্টগ্রাম (গ্রীন লাইন কাউন্টার সংলগ্ন)
ঢাকা বা চট্টগ্রামের বাইরের অন্য কোন স্থানের অংশগ্রহণকারীদের অবশ্যই ওয়ার্কশপ-এর দিন সকাল ৭.৩০ মিনিটের মধ্যে সীতাকুন্ডের SKM জুট মিল গেইটে উপস্থিত থাকতে হবে অথবা সকাল ৬.৪৫ নাগাদ এ কে খান মোড়ের পেট্রোল পাম্পে উপস্থিত হতে হবে। অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা বাস এ কে খান মোড়েই থামে।
(এই সংক্রান্ত কোন কনফিউশন থাকলে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন)।
শিডিউল :
০৬.৪৫: সীতাকুন্ডের উদ্দেশ্যে যাত্রা
০৮.০০: সকালের নাস্তা
০৮.৪৫: ওয়ার্কশপ স্থলে পৌছানো ও পরিচয়পর্ব
০৯.০০: ক্লাইম্বিং গিয়ার পরিচিতি
০৯.২০: বেসিক রোপ নট’সের ক্লাস
০৯.৪৫: ক্লাইম্বিং শুরু
১৫.৩০: বেসিক ফার্স্ট এইড
১৬.০০: রক/মাউন্টেন টারমিনোলজি
১৬.২০: ফিডব্যাক ও ফিরতি পথে যাত্রা
১৬.৫০: বিকেলের নাস্তা
১৭.৩০: মেইন রোডের উদ্দেশ্যে যাত্রা
১৯.০০: চট্টগ্রাম
রেজিস্ট্রেশন ফি-র মধ্যে যা যা থাকছে-
|| ড্রাই ফুড, সকালের হালকা নাস্তা, বিকালের নাস্তা
|| ক্লাইম্বিং গিয়ার
|| ইন্সট্রাক্টর ও ভলান্টিয়ার
যা যা সাথে নিবেন-
১) ভালো গ্রিপের স্যান্ডেল/কেডস
২) অতিরিক্ত এক সেট জামাকাপড়
৩) পানির বোতল
৪) ডে প্যাক
৫) মোজা
৬) অতিরিক্ত খাবার (প্রয়োজন মনে করলে)
Terms & Condition:
Adventure activities like Climbing involves risk. Though there are every possible safety measures taken still you have to be careful when climbing. Crossing your own capability limit may bring about accidents which may lead to injuries. Every of the participants should take full responsibility of his/her own safety during the workshop.
For any further query, feel free to contact with us –
Babar Ali: 01717-148173
Fahima Akter : 01986-854149
“Climb High, Dream Higher”
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed