ক্লাইম্বিং নিয়ে আগ্রহী বাংলাদেশের তরুণ-তরুণীদের জন্য দারুণ সুখবর! 🙂
আপনি কি আগে র্যাপ্লিং-জুমারিং প্র্যাকটিস করেছেন? যদি করে থাকেন তাহলে আপনার জন্যই এই আয়োজন।
পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ক্লাইম্বিং বেইজড প্রতিযোগিতা “ক্লাইম্বাথন বাংলাদেশ – সিজন জিরো ওয়ান”। জেনারেল র্যাপ্লিং-জুমারিং ও মাইনর ট্রেইল রানিংকে ঘিরেই আমাদের এবারের আয়োজন।
বিদেশে হওয়া এই ধরনের প্রতিযোগিতার যেসব ভিডিও ইন্টারনেটে ভেসে বেড়ায় সেখানকার মতো সলিড রকওয়াল বা বোল্ডারের সুবিধা আমাদের দেশে না থাকলেও দেশে থাকা সীমিত সুবিধার মধ্যেই উদীয়মান ক্লাইম্বারদের জন্য আমাদের এই প্রচেষ্টা। ক্লাইম্বিং নিয়ে সত্যিকারভাবে আগ্রহীদের জন্য নিজের সামর্থ্য যাচাইয়ের এটি একটি চমৎকার সুযোগ।
তাহলে আর দেরী কেন!
নিজের সামর্থ্যকে যাচাই করতে আগ্রহীরা ঝটপট নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। নিজেকে নতুন করে চেনার এই যাত্রাতে সার্বিক সহযোগিতা নিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স সবসময় আপনার সাথেই থাকবে।
So, Go For It! (Y)
নিয়মাবলি:
(১) পুরো প্রতিযোগিতা ২ টি পর্বে বিভক্ত থাকবে। বাছাই পর্ব এবং চূড়ান্ত পর্ব।
(২) বাছাই পর্ব, খৈয়াছড়ার বড়/প্রথম স্টেপে অনুষ্ঠিত হবে।
(৩) নির্দিষ্ট সময়ের মধ্যে ডাবল জুমার ব্যবহার করে উঠে,নির্দিষ্ট পয়েন্টে সেল্ফ এংকর করে ফুল ডিসেন্ডার সেট করে,এংকর থেকে নিজেকে মুক্ত করে র্যাপেল করে নামতে হবে।
(৪) সেল্ফ এংকর ব্যবহারে ভূল করা প্রতিযোগীরা, প্রতিযোগীতা থেকে বাদ পড়বেন।
(৫) নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করা প্রতিযোগীদের মধ্য হতে, সময়ের মানদন্ডে নির্বাচিত শীর্ষ ১০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
(৫) চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের ৩ টি স্টেপে ডাবল জুমার ব্যবহার করে এসেন্ডিং/জুমারিং এবং ফুল ডিসেন্ডার ব্যবহার করে র্যাপেল করে নামতে হবে। এরমধ্যে অল্প কিছুটা সময় ট্রেইলে দৌড়াতে হবে।
(৬) প্রতিটি স্টেপে জুমার ও ফিগার অফ এইট/ডিসেন্ডার, রোপে সেট করা এবং রোপ থেকে খুলে নেয়ার আগে, নির্দিষ্ট স্থানে নিজেকে এংকর করে নিতে হবে।
(৭) চূড়ান্ত পর্বেও সেল্ফ এংকর ব্যবহারে ভূল করা প্রতিযোগীরা, প্রতিযোগীতা থেকে বাদ পড়বেন।
(৮) ডাবল জুমার – ফুল ডিসেন্ডার ব্যবহার – এংকর ব্যবহার নিয়ে প্রতিযোগীতার শুরুতেই ব্রিফ করা হবে।ব্রিফিং এ উপস্থিত থাকা বাধ্যতামূলক।
(৯) ব্রিফিং এর পর প্রতিযোগিতা চলাকালীন ডাবল জুমার – ফুল ডিসেন্ডার – এংকর ব্যবহার নিয়ে ভলান্টিয়ার বা বিচারক বা অন্য কারো সাহায্য নেয়া যাবে না।
(১০) প্রতিযোগিতার শুরুতেই লটারির মাধ্যমে ক্লাইম্বারদের সিরিয়াল নাম্বার প্রদান করা হবে।ওই সিরিয়াল নাম্বার অনুযায়ীই “বাছাই” ও “চূড়ান্ত” উভয় পর্বে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
(১১) প্রতিটি এক্টিভিটি এবং সেল্ফ এংকরের সময় স্ক্রু ক্যারাবিনারের স্ক্রু লক করা বাধ্যতামূলক। কোন প্রতিযোগী স্ক্রু লক করতে ভূলে গেলে, উপস্থিত ভলান্টিয়ার বা বিচারক ভূল সংশোধন করতে বলবেন(ভূল সংশোধন বাধ্যতামূলক) এবং ক্লাইম্বারের টাইমিং এর সাথে প্রতিবার স্ক্রু লকের ভূলের জন্য ১০ সেকেন্ড যুক্ত হবে।
গিয়ার:
(১) রোপ,হারনেস,জুমার,স্ক্রু ক্যারাবিনার,ফিগার অফ এইট,হ্যান্ড গ্লাভস আয়োজক ক্লাব “ভার্টিক্যাল ড্রিমার্স” এর পক্ষ হতে সরবরাহ করা হবে।
(২) ব্যক্তিগত গিয়ার (যেমন:হারনেস,জুমার, স্ক্রু ক্যারাবিনার, ফিগার অফ এইট, হ্যান্ড গ্লাভস) ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গিয়ারের সমস্ত দায়দায়িত্ব ক্লাইম্বারকে নিতে হবে।
(৩) যারা ক্লাইম্বিং হেলমেট এবং মিটন ব্যবহার করতে অভ্যস্ত বা ইচ্ছুক,সাথে নিয়ে আসতে হবে।
বিশেষ আকর্ষণঃ
★প্রথম পুরষ্কারঃ ৫০০০/- টাকা
★দ্বিতীয় পুরষ্কারঃ ৩০০০/- টাকা
★তৃতীয় পুরষ্কারঃ ১০০০/-টাকা
★শীর্ষ ৩ জনের জন্য থাকছে শুভেচ্ছা স্মারক।
★সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট।
★ইভেন্ট টি-শার্ট
যারা অংশগ্রহণ করতে পারেনঃ
রেপেলিং ও জুমারিং এ পূর্ব অভিজ্ঞতা আছে এমন ১৮ বছর উর্ধ্ব যেকোন তরুণ, তরুণী অংশগ্রহণ করতে পারবেন।
যেভাবে অংশগ্রহণ করবেনঃ
★ইভেন্টে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে এন্ট্রি ফি বিকাশ করে পেইজের ইনবক্সে জানাতে হবে নিজের নাম ও বিকাশ নাম্বার।
★অতঃপর সংঘটকরা যাচাই-বাচাই শেষে আপনাদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করবেন।
এন্ট্রি ফিঃ ৬০০টাকা মাত্র + ১৫ টাকা বিকাশ চার্জ (০১৬১৮-৪১৬৫৭০ পার্সোনাল)
এতে অন্তরভূক্ত থাকবে সকল গিয়ার, হালকা খাবার।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১৫ই এপ্রিল, ২০১৮
তারিখঃ ২০ই এপ্রিল, ২০১৮ শুক্রবার
রিপোর্টিং টাইমঃ সকাল ৮.০০টা
রিপোর্টিং জোনঃ খৈয়াছড়া ঝর্ণার বড়/প্রথম স্টেপের পাদদেশে
যা যা আনতে হবেঃ
★পানি (কমপক্ষে ২ লিটার)
★অতিরিক্ত একসেট কাপড়
★মোজা
★ভালো গ্রিপের স্যান্ডেল বা কেডস
★ভারী খাবার (নিজের প্রয়োজন অনুসারে)
এই প্রতিযোগিতায় আমরা আমাদের সহযোগীতায় থাকছেঃ
★Green Sea International
★ Peak69 Outdoor & Adventure
ইভেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুনঃ
সাদাব ইয়াসিরঃ ০১৭১৯-৩৫৫৭১১
বাবর আলীঃ ০১৭১৭-১৪৮১৭৩
রাশিক হাফিজঃ ০১৭৪২-৪৫৬৩৪০
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed