ক্লাইম্বিং নিয়ে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য আবারো সুখবর! 🙂
পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ক্লাইম্বিং বেইজড প্রতিযোগিতা “ক্লাইম্বাথন বাংলাদেশ”। জেনারেল র্যাপ্লিং-জুমারিং,সাসপেনসন ট্রাভার্স,লেডার ক্রসিং ও মাইনর ট্রেইল রানিংকে ঘিরেই আমাদের এবারের আয়োজন। সাধারণ র্যাপেলিং-জুমারিং জানা ক্লাইম্বারদের জন্যই ডিজাইন করা হয়েছে এবারের ক্লাইম্বাথন।
সলিড রকওয়াল বা বোল্ডারের সুবিধা আমাদের দেশে না থাকলেও দেশে থাকা সীমিত সুবিধার মধ্যেই উদীয়মান ক্লাইম্বারদের জন্য আমাদের এই প্রচেষ্টা। ক্লাইম্বিং নিয়ে সত্যিকারভাবে আগ্রহীদের জন্য নিজের সামর্থ্য যাচাইয়ের এটি একটি চমৎকার সুযোগ।
তাহলে আর দেরী কেন!
নিজের সামর্থ্যকে যাচাই করতে আগ্রহীরা ঝটপট প্রস্তুতি নেয়া শুরু করুন। নিজেকে নতুন করে চেনার এই যাত্রাতে সার্বিক সহযোগিতা নিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স সবসময় আপনার সাথেই থাকবে।
So, Go For It! (Y)
নিয়মাবলি:
(১) সময়ের ভিত্তিতে স্থান নির্ধারণ হবে।
(২) খৈয়াছড়া ঝর্ণার তিনটি ধাপ ক্লাইম্ব আপ ও ডাওন করতে হবে
(৩) প্রথম স্টেপ ক্লাইম্বের জন্য আলাদাভাবে কাট অফ টাইম নির্ধারণ করা থাকবে। কাট অফ টাইমের মধ্যে প্রথম স্টেপ কমপ্লিট করতে না পারলে পরের দুইটি স্টেপে ক্লাইম্ব করার সুযোগ পাবেন না এবং প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।
(৪) সেল্ফ এংকর পয়েন্ট থাকবে।প্রতিটি স্টেপে ক্লাইম্ব আপ করার শেষে এবং ক্লাইম্ব ডাওনের শুরুতে সেল্ফ এংকর করা বাধ্যতামূলক।সেল্ফ এংকর ব্যবহার না করলে প্রতিযোগীতা থেকে বাদ পড়বেন।
(৫) সর্বদা এসেন্ডিং এর সময় ডাবল জুমার এবং ডিসেন্ডিং এর সময় ফুল ডিসেন্ডার ব্যবহার বাধ্যতামূলক।
(৬) ডাবল জুমার – ফুল ডিসেন্ডার ব্যবহার – এংকর ব্যবহার নিয়ে প্রতিযোগীতার শুরুতেই ব্রিফ করা হবে।ব্রিফিং এ উপস্থিত থাকা বাধ্যতামূলক।
(৭) ব্রিফিং এর পর প্রতিযোগিতা চলাকালীন সময়ে, ডাবল জুমার – ফুল ডিসেন্ডার – এংকর ব্যবহার নিয়ে ভলান্টিয়ার বা বিচারক বা অন্য কারো সাহায্য নেয়া যাবে না।
(৮) প্রতিযোগিতার শুরুতেই লটারির মাধ্যমে ক্লাইম্বারদের সিরিয়াল নাম্বার(বিব নাম্বার) প্রদান করা হবে।ওই সিরিয়াল নাম্বার অনুযায়ীই প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
(৯) প্রতিটি এক্টিভিটি এবং সেল্ফ এংকরের সময় স্ক্রু ক্যারাবিনারের স্ক্রু লক করা বাধ্যতামূলক। কোন প্রতিযোগী স্ক্রু লক করতে ভূলে গেলে, উপস্থিত ভলান্টিয়ার বা বিচারক ভূল সংশোধন করতে বলবেন(ভূল সংশোধন বাধ্যতামূলক) এবং ক্লাইম্বারের টাইমিং এর সাথে প্রতিবার স্ক্রু লকের ভূলের জন্য ৩০ সেকেন্ড যুক্ত হবে।
**যেকোন প্রশ্নের উত্তরের জন্য ইভেন্টে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
গিয়ার:
(১) রোপ,হারনেস,জুমার,স্ক্রু ক্যারাবিনার,ফিগার অফ এইট,হ্যান্ড গ্লাভস,হেলমেট আয়োজক ক্লাব “ভার্টিক্যাল ড্রিমার্স” এর পক্ষ হতে সরবরাহ করা হবে।
(২) ব্যক্তিগত গিয়ার (হারনেস,জুমার, স্ক্রু ক্যারাবিনার, ফিগার অফ এইট, হ্যান্ড গ্লাভস) ক্লাইম্বার চাইলে ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে গিয়ারের সমস্ত দায়দায়িত্ব ক্লাইম্বারকে নিতে হবে।
(৩) যারা মিটন ব্যবহার করতে অভ্যস্ত বা ইচ্ছুক,সাথে নিয়ে আসতে হবে।
বিশেষ আকর্ষণঃ
★প্রথম পুরষ্কারঃ ৫০০০/- টাকা
★দ্বিতীয় পুরষ্কারঃ ৩০০০/- টাকা
★তৃতীয় পুরষ্কারঃ ২০০০/-টাকা
এছাড়াও অংশগ্রহণকারী ক্লাইম্বারদের জন্য থাকছেঃ
১. টি-শার্ট
২. ফিনিশার মেডেল
৩. সার্টিফিকেট
৪. সকল প্রয়োজনীয় গিয়ার
৫. দুপুরের খাবার
যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
রেপেলিং ও জুমারিং এ পূর্ব অভিজ্ঞতা আছে এমন ১৮ বছর উর্ধ্ব যেকোন ক্লাইম্বার।
যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
★ প্রথমেই ইভেন্টে উল্লেখিত নাম্বারে বিকাশ করুন এবং ট্রানজেকশন আই ডি সংরক্ষণ করে রাখুন।
★ ইভেন্টে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে ফর্ম ফিল আপ এর সময় ট্রানজেকশন আই ডি উল্লেখ করুন।
★ কনফার্মেশন SMS পাবেন; না পেলে,ইভেন্টে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।
এন্ট্রি ফিঃ
১০০০ টাকা মাত্র + ২০ টাকা বিকাশ চার্জ (01719355711 পার্সোনাল)
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ
সর্বোচ্চ অংশগ্রহণকারীঃ
৩০ জন
তারিখঃ ১৯ই এপ্রিল, ২০১৯ শুক্রবার
রিপোর্টিং টাইমঃ সকাল ৬.০০টা
রিপোর্টিং জোনঃ খৈয়াছড়া ঝর্ণার বড়/প্রথম স্টেপের পাদদেশে
যা যা আনতে হবেঃ
★পানি (কমপক্ষে ২ লিটার)
★অতিরিক্ত একসেট কাপড়
★মোজা
★ভালো গ্রিপের স্যান্ডেল বা কেডস
★ভারী খাবার (নিজের প্রয়োজন অনুসারে)
এই প্রতিযোগিতায় আমাদের সহযোগীতায় থাকছেঃ
Persia
ইভেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুনঃ
সাদাব ইয়াসিরঃ 01719 355 711
শিহাব গহীনঃ 01873 839 971
রাশিক হাফিজঃ 01742 456 340
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed