সুপ্রিয় পাহাড় প্রেমীরা,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সুদীর্ঘ ৪ বছর বিরতির পর আমরা আবারও ফিরছি দেশে-বিদেশের পর্বতারোহীদের নিয়ে আমাদের গল্প শোনার আয়োজন ও ক্লাবের সিগনেচার ইভেন্ট, যার নাম “Mountain Talk” নিয়ে।
এবার নিজেদের অভিযানের গল্প আমাদের শোনাতে আমাদের সাথে থাকছেন দুইজন পর্বতারোহী যারা সম্প্রতি হিমালয়ে অর্জন করেছেন অনন্য সাফল্য…..
|| বাবর আলীঃ
সম্প্রতি বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে সামিট করেছেন নেপালের অন্যতম সুন্দর ও কঠিনতম পর্বত ৬৮১২ মিটার উচ্চতার “আমা দাব্লাম”। বাবর আলী আমাদের ক্লাবেরই অন্যতম প্রতিষ্ঠাতা হলেও তার এই দূর্দান্ত অভিযানের গল্প এখনো আমাদেরও ভালোভাবে শোনা হয়নি এবং তার সাফল্য উদযাপন করা হয়নি। তাই আপনাদের সাথে নিজের অভিজ্ঞতা ও সাফল্য ভাগাভাগি করে নিতে আমাদের আয়োজনের মূল বক্তা হিসেবে থাকছেন – বাবর আলী।
|| শায়লা বীথিঃ
প্রথম বাংলাদেশি নারী হিসেবে নেপালের আরেক সুন্দর ৬৩৩২ মিটার উচ্চতার পর্বত “ডোলমা খাং” সামিট করে দেশে ফিরেছেন শায়লা বীথি। ইতঃপূর্বে বীথি করেছেন একাধিক হিমালয় অভিযান। অনেকেই হয়তো জেনে থাকবেন যে ১১ই ডিসেম্বর ” আন্তর্জাতিক পর্বত দিবস”, এবার যার প্রতিপাদ্য বিষয় “Women Move Mountains”। ডোলমা খাং এর গল্প শোনাতে এবং পর্বত দিবসের প্রতিপাদ্যের প্রতীক হিসেবে আমাদের আয়োজনে বিশেষ অতিথিও হিসেবে আছেন এক নারী পর্বতারোহী – শায়লা বীথি।
|| অনুষ্ঠানের তারিখঃ
১০ই ডিসেম্বর, ২০২২ (শনিবার)
|| অনুষ্ঠানের সময়ঃ
বিকাল ৫টা-রাত ৮টা
|| অনুষ্ঠানের স্থানঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩১ ক্লাব লিমিটেড (CU Batch 31 Club Ltd)
৩য় তলা (ট্রেকিং গিয়ার শপ ‘গিরি’ সংলগ্ন)
এপোলো শপিং সেন্টার,
কাজীর দেউড়ি, চট্টগ্রাম।
পর্বতের গল্প শুনতে ও আড্ডা দিতে আপনারা সাদরে আমন্ত্রিত।
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed