আসুন এক বিকালে শুনি ভার্টিক্যাল ড্রিমার্সের আয়োজনে কিছু স্বপ্নবাজের স্বপ্নপূরণের গল্প তাদেরই মুখে!
📅 তারিখ: ৩০ নভেম্বর ২০২৪ (শনিবার)
⏰ সময়সীমা: বিকাল ৪:৩০ – সন্ধ্যা ৮:৩০
📍 স্থান: কক্ষ নং-৮০২ (৮ম তলা), বিশ্ব সাহিত্য কেন্দ্র, ময়মনসিংহ লেন, বাংলামোটর, ঢাকা
https://maps.app.goo.gl/6UaLSK7sRk4L8nsD7
এই আসরে গল্প শোনাবেন…
⛰️ পর্বতারোহী তানভীর আহমেদ শোনাবেন নিজের সদ্য সফল আমা দাবলাম অভিযানের রোমহর্ষক অভিজ্ঞতার গল্প;
⛰️ শ্রীলংকার ক্রস-কান্ট্রি হাইকিং সম্পন্ন করা বাবর আলী এবং জুমন নিয়াজ শুনাবেন তাদের পদযাত্রার অভিজ্ঞতা;
🎙️ অনুষ্ঠান পরিচালনায় থাকছেন ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম কর্ণধার ফরহান জামান।
এই আসরটি সকলের জন্য উন্মুক্ত এবং কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া নেই। কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়াতে ইভেন্টের দিন আগেভাগেই নিজের আসন নিশ্চিত করুন।
স্বপ্নকথনের এই চমৎকার বিকেলে আপনাদের আমন্ত্রণ।
যেকোন প্রয়োজনে:
+880 1845-068775 (প্রমা)
+880 1794-602555 (বিজয়)
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed