April 17, 2025 8:29 pm
April 17, 2025 8:29 pm

VD Writing Contest - আমার পাহাড় মগ্নতা

VD Writing Contest - আমার পাহাড় মগ্নতা

VD Writing Contest - আমার পাহাড় মগ্নতা

VD Writing Contest - আমার পাহাড় মগ্নতা

Venue :

Online

Description :

বর্তমান প্রজন্মের মধ্যে পাহাড়-পর্বত, ভ্রমণ ও অ্যাডভেঞ্চার নিয়ে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক ব্যাপার। এর সাথে আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলোর রয়েছে ওতপ্রোত সম্পর্ক। উচ্চতার প্রতি এই ভালবাসা সাম্প্রতিক সময়ে দেশের মানুষকে সীমানা পেরিয়ে নিয়ে গেছে দেশের বাইরেও। পাহাড়-পর্বতকে ঘিরে আজ যে এতো উন্মাদনা, এতো উৎসাহ, তার অনেক কারণ থাকলেও মুল কারণ যে পাহাড়ের প্রতি ভালবাসা তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু কেন এই ভালবাসা? আর এই ভালোবাসাটাই বা কেমন?
এই প্রশ্নের উত্তর এবং পাহাড়ের প্রতি আপনার অনুভূতি জানার জন্যই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজন করেছে একটি বিশেষ প্রতিযোগিতার।
“আমার পাহাড় মগ্নতা” শিরোনামের এই প্রতিযোগিতার বিষয়বস্তু – “কেন পাহাড় ভালবাসি?”
আপনি কেন পাহাড় ভালবাসেন কিংবা পাহাড় নিয়ে আপনার অনুভূতির কথা সর্বোচ্চ ১৫০ শব্দের মধ্যে লিখে পাহাড়ের একটি ছবিসহ (ব্যক্তির ছবি নয়) পাঠিয়ে দিন Vertical Dreamers পেইজের ইনবক্সে।
♪♪ সেরা ৫ জন লেখকের প্রত্যেকে পাবেন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে-
√ বই,
√ ফোল্ডেবল ডে প্যাক, এবং
√ ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত পরবর্তী দুইটি ক্লাইম্বিং ওয়ার্কশপের যেকোন একটিতে বিনামূল্যে অংশ নেয়ার সুযোগ।
তো আর দেরী কেন? আজই কাগজ-কলম কিংবা কীবোর্ড নিয়ে বসে পড়ুন।

♪♪ নিয়মাবলী
|| লেখাটি অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।
|| যেকোন ব্যক্তিই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগিতায় শীর্ষ ৫টি লেখার মধ্যে ১টি হিসেবে লেখাটি বিবেচিত হলে পুরষ্কার গ্রহণের ঠিকানা বাংলাদেশের অভ্যন্তরেই হতে হবে। অর্থাৎ দেশের বাইরে কুরিয়ার করা যাবেনা।
|| লেখার সাথে অবশ্যই পাহাড়ের (ব্যক্তির না) একটি ছবি যুক্ত করে পেইজের ইনবক্সে পাঠাতে হবে ১৯শে মে রাত বারোটার ভিতর।
|| একটি আইডি থেকে কেবলমাত্র একটি লেখা পাঠানো যাবে।
|| ছবি নিজের তোলা হতে হবে ও লেখাও নিজের মৌলিক লেখা হতে হবে। ইভেন্ট চলাকালীন ছবি বা লেখা নিয়ে কপিরাইট সংক্রান্ত কোন আপত্তি এলে ছবি ও লেখা দুইটিই প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষিত হবে। অর্থাৎ কোন কপি-পেস্ট গ্রহণযোগ্য নয়।
|| চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত লেখাগুলো Vertical Dreamers এর পেইজে ২১ শে মে পোস্ট আকারে প্রকাশ করা হবে।
|| পেইজ থেকে দেয়া পোস্টটিই সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন (লাইক-কমেন্ট-শেয়ার) এর জন্য প্রযোজ্য হবে।
|| চূড়ান্ত মূল্যায়ন করা হবে ১০০ নাম্বারে।
|| ২৫ নাম্বার বরাদ্দ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার প্রতিক্রিয়ার জন্য। এই ২৫ নাম্বারের জন্য বিবেচ্য বিষয়গুলো হবে –
[ লাইক – ৫, শেয়ার – ১০ এবং কমেন্ট -১০ = মোট ২৫ নাম্বার ]
|| লাইক ও কমেন্টের জন্য শুধুমাত্র আমাদের পেইজে দেয়া মূল পোস্টের লাইক ও কমেন্টের সংখ্যাই গণনা করা হবে। শেয়ারও শুধুমাত্র পেইজের মূল পোস্টটি কতোবার শেয়ার হলো সেটাই বিবেচিত হবে।
|| বাকি ৭৫ নাম্বার বরাদ্দ থাকবে নির্বাচক মণ্ডলীর রায়ের জন্য। এই ক্ষেত্রে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
|| লেখার পাবলিক রিয়েকশন যাচাইয়ের সময়সীমা ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ পোস্টটিতে ২৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত যতোটি লাইক,শেয়ার ও কমেন্ট জমা হবে, সেগুলোই মূল্যায়ন করা হবে।
(একটি আইডি থেকে কেবলমাত্র একটি কমেন্ট গণনা করা হবে। একই আইডি থেকে একাধিক কমেন্ট করা হলেও গণনার জন্য বিবেচিত হবে একটিই।)
|| বিচারকের রায় ও সোশ্যাল মিডিয়া রিয়েকশনের উপর ভিত্তি করে সম্মিলিত চূড়ান্ত ফলাফল ৩০শে মে ভার্টিক্যাল ড্রিমার্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হবে।
♪♪ প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ দিনঃ
|| লেখা জমা দেয়ার শেষ তারিখঃ ১৯শে মে, ২০২১
|| পেইজ থেকে নির্বাচিত লেখা প্রকাশঃ ২১শে মে, ২০২১
|| সোশ্যাল মিডিয়া ইন্টারেকশনের শেষ সীমাঃ ২৮শে মে, ২০২১
|| চূড়ান্ত ফলাফল ঘোষণাঃ ৩০শে মে, ২০২১
প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন সিদ্বান্ত গ্রহণের অধিকার আয়োজক কর্তৃক সংরক্ষিত। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন প্রশ্নের জন্য ম্যাসেজ দিতে পারেন পেইজের ইনবক্সে।
তাহলে শুরু হোক অনুভূতি প্রকাশের পালা। 😊

Registration Fee :

Upcoming events

Vertical Dreamers Ultra 2026

Vertical Dreamers Ultra 2026 (Jan, 2026)

BD Mountaineers Summit 2025

BD Mountaineers Summit 2025

past events

Tales of Ama Dablam and Lanka Walk

Tales of Ama Dablam and Lanka Walk

ক্লাইম্বিং ওয়ার্কশপ (সেপ্টেম্বর ২০২৪)

ক্লাইম্বিং ওয়ার্কশপ (সেপ্টেম্বর ২০২৪)