“ভার্টিক্যাল ড্রিমার্স” প্রতিষ্ঠালগ্ন হতেই এডভেঞ্চার প্রেমীদের জন্য নিয়মিত বিরতিতে আয়োজন করে আসছে ক্লাইম্বিং বিষয়ক কর্মশালা দেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে। কিন্তু দেশে সত্যিকার অর্থে কোন রক ওয়াল (পাথুরে দেয়াল) না থাকায় কিছুটা অপূর্ণতা রয়েই যায়। তাই ভার্টিক্যাল ড্রিমার্স সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আবারো আপনাদের জন্য নিয়ে এলো স্বল্প খরচে, স্বল্প সময়ে দেশের বাইরে কোর্স করার সুযোগ!!!
যারা বোল্ডারিং এর স্বাদ পেতে চান,
মার্চের গরমেও রক ক্লাইম্বিং এর প্রেমে মেতে থাকতে চান তাদের জন্য Vertical Dreamers এর নিজস্ব ব্যবস্থাপনায় ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে
“Rock Climbing Course”।
নিরাপত্তাঃ
ক্লাইম্বিং এর সময় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের। আপনি শুধু নিশ্চিন্ত মনে অনুশীলন করে যাবেন।
খরচঃ
৬০০০ টাকা(+বিকাশ চার্জ ১২০ টাকা )
এই খরচের মধ্যে থাকছে,
|| ইন্সট্রাক্টর
|| গিয়ার
|| হাওড়া স্টেশন – রক কোর্স – হাওড়া স্টেশন
এর সকল যাতায়াত ও খাবার।
**বাংলাদেশ থেকে হাওড়া স্টেশন যাওয়া এবং ফেরত আসার সকল দায়িত্ব ও খরচ অংশগ্রহণকারী নিজে বহণ করবে।
বিকাশ নাম্বারঃ
01719355711
বিকাশ করার সময় অবশ্যই রেফারেন্সে, রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখ করা নিজের নাম লিখে দিবেন
এবং বিকাশ করার পর নিজের নাম ও বিকাশ নাম্বার লিখে SMS পাঠাবেন।
রেজিস্ট্রেশন শেষ তারিখঃ
১০ মার্চ, ২০১৯
যা থাকছে এবারের কোর্সেঃ
|| বোল্ডারিং অনুশীলন
|| রক টার্মিনোলজি
|| এইড ক্লাইম্বিং
|| এইডঃর্যাপেলিং এর নানা পদ্ধতি
|| এইডঃজুমারিং এর নানা পদ্ধতি
|| রোপ নটস ও কয়েল,তাত্ত্বিক ও ব্যবহারিক
|| চিমনি ক্লাইম্বিং(সম্ভব হলে)
|| রিভার ক্রসিং এর সেট আপ
|| এংকর ও বিলে
|| লং পিচ ক্লাইম্বিং
সাথে যা নিবেনঃ
০১. টেন্ট
০২. রাবার সোলের কেডস
০৩. স্লিপিং ম্যাট / চাদর
০৪. স্লিপিং ব্যাগ / চাদর
০৫. পিলো
০৬. প্লেট,চামচ,গ্লাস
০৭. ক্যাপ
০৮. ব্যক্তিগত ঔষধ
০৯. টয়লেট টিস্যু
১০. হ্যান্ড সেনিটাইজার / সাবান
১১. ক্লাইম্বিং এর উপযোগি ট্রাউজার
বিস্তারিতঃ
২৩ মার্চঃ
রাত ৯ টায় হাওড়া স্টেশনে রিপোর্টিং
২৪ মার্চঃ
প্র্যাকটিস
২৫ মার্চঃ
প্র্যাকটিস
২৬ মার্চঃ
প্র্যাকটিস
২৭ মার্চঃ
প্র্যাকটিস ও রাতের ট্রেনে পুরুলিয়া ত্যাগ
২৮ মার্চঃ
ভোরে হাওড়া স্টেশন
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed