April 17, 2025 9:12 pm
April 17, 2025 9:12 pm

VERTICAL DREAMERS TRAIL RUN 2019

VERTICAL DREAMERS TRAIL RUN 2019

VERTICAL DREAMERS TRAIL RUN 2019

VERTICAL DREAMERS TRAIL RUN 2019

Venue :

মারায়তং, আলী কদম, বান্দরবান।

Description :

পাহাড়ের আঁকাবাকা পথগুলো নিয়ে যাদের অমোঘ আকর্ষণ, যাদের স্বপ্নে পাহাড় চূড়া, যাদের দৌড়াতে ভাল লাগে, যারা চান নিজেদের সামর্থ্যকে পাহাড়ে যাচাই করে দেখতে – সেইসব আগ্রহীদের জন্য দারুণ সুখবর! 🙂
পর্বতারোহণ ক্লাব Vertical Dreamers প্রথমবারের মতো বান্দরবানের আলীকদমের মারায়নতং পাহাড়ে প্রথমবারের মতো আয়োজন করছে “Vertical Dreamers Trail Run || Season 01”
বিভিন্ন ম্যারাথন, হাফ ম্যারাথন, আল্ট্রারান, ট্রেইলরান এ যারা অংশ নিয়েছেন, সর্বোপরি যারা দৌড়াতে ভালবাসেন তাদের জন্য আমাদের এবারের আয়োজন। যাদের হালকা দৌড়ের অভ্যাস তারাও অংশ নিতে পারেন, কারন এই পাহাড়ী ট্রেইলে এমনিতেও ঘুরতে যাওয়া যায়। যারা ইতিপূর্বে এরচেয়ে কঠিন ট্রেইলে দৌড়েছেন, তারাও অংশ নিতে পারেন। কারন আপনাদের অপেক্ষায় আছে আকর্ষণীয় পুরষ্কার ও উপহার।
এটি কোন রোড রেইস নয়, বরং ট্রেইল রান। আপনার জন্য থাকছে এবড়োথেবড়ো পথ, পাহাড়ের উচ্চতা, সুতীক্ষ্ম মোড়। আপনি দৌড়াতে গিয়ে পড়ে যেতে পারেন। অভিযোগ না করে উঠে দাঁড়ান এবং আবার দৌড়ান। অন্যান্য রেস থেকে একটু কঠিন হলেও প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই ট্রেইলের দৃশ্য, পাহাড়ী পাড়া, বিশাল বৃক্ষরাজি ও বৌদ্ধ মূর্তি আপনার ক্লান্তি ভুলিয়ে দিবে। তাহলে আর দেরী কেন!
নিজের সামর্থ্যকে যাচাই করতে আগ্রহীরা ঝটপট নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। নিজেকে নতুন করে চেনার এই যাত্রাতে সার্বিক সহযোগিতা নিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স সবসময় আপনার সাথেই থাকবে।
রেজিস্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/…/1C…
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ
১৫ ফেব্রুয়ারী ২০১৯
রেজিস্ট্রেশন ফিঃ
১০০০ টাকা(+ বিকাশ চার্জ ২০ টাকা)
(এতে অন্তর্ভুক্ত থাকবে ২১ তারিখ রাতের খাবার, সকালের নাস্তা । গাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ নিজেকেই বহন করতে হবে।)
বিকাশ নাম্বারঃ01719355711(পার্সোনাল)
বিকাশ করার পর একই নাম্বারে নিজের নাম ও মোবাইল নাম্বার লিখে SMS পাঠাবেন।

**************
বিশেষ আকর্ষণ
**************
নারী ও পুরুষের সম্মিলিত ক্যাটাগরিতে
(আলাদা ভাবে নারী বা পুরুষ নয়)
★প্রথম পুরষ্কারঃ ৪০০০/- টাকা
★দ্বিতীয় পুরষ্কারঃ ২০০০/- টাকা
★তৃতীয় পুরষ্কারঃ ১০০০/-টাকা
★ফিনিশার মেডেল(কাট অফ টাইমের মধ্যে)
★সার্টিফিকেট(সকল অংশগ্রহণকারী)
★ইভেন্ট টি-শার্ট(সকল অংশগ্রহণকারী)
পুরুষ ক্যাটাগরিতে (আলাদাভাবে)
★১ম স্থান মেডেল
★২য় স্থান মেডেল
★৩য় স্থান মেডেল
নারী ক্যাটাগরিতে (আলাদাভাবে)
★১ম স্থান মেডেল
★২য় স্থান মেডেল
★৩য় স্থান মেডেল

|| বিস্তারিত ||
প্রতিযোগিতার তারিখঃ
২২ই ফেব্রুয়ারী, ২০১৯ (শুক্রবার)
।।
রিপোর্টিং টাইমঃ
সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা,
২১ ফেব্রুয়ারী ২০১৯
।।
ক্যাম্পিংঃ
২১ ফেব্রুয়ারী রাতে,
আলীকদম আবাসিক বাজার এর পাশ্ববর্তী স্থানে।
।।
প্রতিযোগিতা শুরুর সময়ঃ
সকাল ৬ঃ৩০, ২২ ফেব্রুয়ারী ২০১৯
।।
স্থানঃ
মারায়ানতং পাহাড়,আলীকদম, বান্দরবান
।।
ডিস্টেন্সঃ
১৬ কিমি(+/- ১ কিমি)
।।
কাট অফ টাইমঃ
৪(চার) ঘন্টা
।।
রুটঃ
আবাসিক বাজার(স্টার্টিং পয়েন্ট) থেকে মারায়ানতং চূড়া প্রায় ৪(চার) কিমি ।
২ বার আপ এবং ২ বার ডাউন মিলিয়ে মোট ১৬ কিমি (+/- ১ কিমি)
।।
ওয়াটার পয়েন্টঃ
৪(চার) কিমির প্রতি ল্যাপে ৩ জায়গায় ওয়াটার পয়েন্ট থাকবে(ল্যাপের শুরুতে, মধ্যখানে ও শেষে)। ওয়াটার পয়েন্টে থাকবে খেঁজুর, পানি, স্যালাইন, লেবু ও লবণ।
।।
চেক পয়েন্টঃ
৪(চার) কিমি ল্যাপের শুরু ও শেষে চেক পয়েন্ট থাকবে যেখানে প্রত্যেককে বিব নাম্বার অনুযায়ী নির্দিষ্ট স্থানে নিজ হাতে স্বাক্ষর করতে হবে।
।।
রুট মার্কিংঃ
প্রতি ২০০ বা ৫০০ মিটার পরপর রুট মার্ক করা থাকবে। প্রতিটি কনফিউজিং স্থানে থাকবে মার্ক বা ভলান্টিয়ার।
।।
স্টার্টঃ
একসাথে সকলে দৌড় শুরু করবে।
।।
২১শে ফেব্রুয়ারি আমরা ক্যাম্পিং করবো। তাই রাতে থাকার জন্য অবশ্যই নিজ নিজ তাবু ম্যানেজ করতে হবে। যারা তাবু এরেঞ্জ করতে পারবেননা তাদের রেজিস্ট্রেশনের সময় আয়োজকদের জানিয়ে দিতে হবে।
।।
ঢাকা থেকে যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে আলিকদমের বাসে উঠে আবাসিক বাজারে নেমে যাবেন।
অথবা
ঢাকা থেকে কক্সবাজারের বাসে উঠে চকরিয়া বাস স্টেশন নামবেন। ওখান থেকে আলিকদমের শেয়ারড জীপ বা বাসে উঠে আবাসিক বাজারে নেমে যাবেন।
।।
চট্টগ্রাম থেকে যেভাবে যাবেনঃ
চট্টগ্রাম থেকে কক্সবাজারের বাসে উঠে চকরিয়া বাস স্টেশন নামবেন। ওখান থেকে আলিকদমের শেয়ারড জীপ বা বাসে উঠে আবাসিক বাজারে নেমে যাবেন।
যা যা আনতে হবেঃ
★পানি
★অতিরিক্ত একসেট কাপড়
★মোজা
★তাবু(না পারলে জানাবেন)
★শীতের কাপড়
★ভালো গ্রিপের কেডস
★খাবার (নিজের প্রয়োজন অনুসারে)
বিশেষ দ্রষ্টব্যঃ
১.
অনিবার্য কারনের ভিত্তিতে আয়োজকগণ এই ইভেন্ট বাতিল ঘোষণা করার ক্ষমতা রাখেন।
২.
প্রতিযোগিতাকালীন সময় আয়োজকগণ যেকোন প্রতিযোগীকে শৃঙ্খলাজনিত কারনে ডিসকোয়ালিফাইড করতে পারেন।
৩.
ইভেন্ট চলাকালীন ফার্স্ট-এইড বক্স থাকবে। তারপরও ইভেন্টে রেজিস্ট্রেশন করা মানেই আপনি মেনে নিবেন এই ইভেন্টে দূর্ঘটনার ঝুকি রয়েছে এবং যেকোন দূর্ঘটনার দায়-দায়িত্ব আপনার নিজের।

এই প্রতিযোগিতায় আমাদের সহযোগীতায় থাকছেঃ
PERSIA – The Institute of Design & Technology
FB Page: Persia
ইভেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুনঃ
সাদাব ইয়াসিরঃ ০১৭১৯-৩৫৫৭১১
রাশিক হাফিজঃ ০১৭৪২-৪৫৬৩৪০

Registration Fee :

Upcoming events

Vertical Dreamers Ultra 2026

Vertical Dreamers Ultra 2026 (Jan, 2026)

BD Mountaineers Summit 2025

BD Mountaineers Summit 2025

past events

Tales of Ama Dablam and Lanka Walk

Tales of Ama Dablam and Lanka Walk

ক্লাইম্বিং ওয়ার্কশপ (সেপ্টেম্বর ২০২৪)

ক্লাইম্বিং ওয়ার্কশপ (সেপ্টেম্বর ২০২৪)