অভিযানের সংখ্যার দিক থেকে ২০২৪ সাল নিঃসন্দেহে দেশের পর্বতারোহণ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। পর্বতারোহীদের পথনির্দেশক কেয়ার্ন পেরোনোর মতোই বছরজুড়ে দেশের আরোহীরা পেরিয়েছেন অসংখ্য পর্বতের বাধা। নিজেদের সক্ষমতার মানদণ্ডকে নিয়ে গেছেন আরেকটু উঁচুতে।
পর্বতারোহণ মহলের পরিচিত মুখেরা ছাড়াও এবার অসংখ্য নতুন মুখের দেখা মিলেছে পর্বতারোহণের আপাত ক্ষুদ্র গণ্ডিতে। পাতলা বাতাসের হাড় হিম করা রাজ্য অমোঘ আকর্ষণে জড়িয়েছে এই তরুণদের। বিভিন্ন ক্লাব কিংবা প্ল্যাটফর্মের ব্যানারে ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সংঘটিত অভিযানের সংখ্যাও নেহাত কম নয়।
বছর দুয়েকের বিরতির পর দেশের নতুন-পুরোনো পর্বতারোহীদের দুঃসাহসিক সব অভিযানের গল্প শোনার আসর বসছে আগামী ৭ ফেব্রুয়ারি। শুনব তাদের অভিযানের পথের কল্পনা এবং পরিকল্পনা! সমতল ভূমিতে বসে উচ্চ হিমালয়ের গল্প শুনতে আসছেন তো?
Brace yourself! Mark the date and time!
📅 তারিখ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
🕓 সময়: বিকেল ৪টা থেকে রাত ৮ টা
🚩 স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা
📝 ফ্রী রেজিস্ট্রেশন লিংক - https://rope4.com/bd-mountaineers-summit-2025/
যোগাযোগঃ
01755501744
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed