“For Wildlife, For Earth” – প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে – Vertical Dreamers Ultra [Edition:3]। একবছর পর আমরা আবারো ফিরছি ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর আঁতুড়ঘর খ্যাত আলীকদমে। সর্বদা নতুনত্বের খোঁজে থাকা আমরা এবারও নিয়ে আসছি নতুন ট্র্যাক! পাহাড়ি পথ – একটু কঠিনই হয়। কিন্তু এই কঠিন পথের অ্যাডভেঞ্চার আপনাদের জন্য উৎসবমুখর করতে পথের রথের সারথি হিসেবে থাকছি আমরা – টিম Vertical Dreamers! আর হ্যাঁ, এই ইভেন্ট একটি সম্পূর্ণ দাতব্য উদ্যোগ। ইভেন্ট থেকে যা কিছু উদ্বৃত্ত থাকে তাই চলে যাবে আদিবাসী শিশুদের শিক্ষা খাতে।
রেস ক্যাটাগরি:
|| ৫২ কিমি
|| ২৫ কিমি
কাট-অফ টাইম:
|| ৫২ কিমি: ১০ ঘন্টা
|| ২৫ কিমি: ০৪:৪৫ ঘন্টা
• ৫২ কিমি ক্যাটাগরিতে ৩১ কিমিতে আছে একটি চেক-ইন টাইম। রেস শুরুর ০৬:০০ ঘন্টার মধ্যে ওই স্থান অতিক্রম করতে হবে।
রেজিস্ট্রেশন ফি:
|| ৫২ কিমি: ২৬০০/-
|| ২৫ কিমি: ২৩০০/-
মাধ্যম: বিকাশ/নগদ (ক্যাশ-আউট চার্জ যুক্ত করতে হবে)
রেজিস্ট্রেশন উইন্ডো:
২ নভেম্বর রাত ০৮:০০টা থেকে ৫ নভেম্বর রাত ০৮:০০টা পর্যন্ত।
অংশগ্রহণ যোগ্যতা:
|| ৫২ কিমি: ন্যুনতম যোগ্যতা আবশ্যক
|| ২৫ কিমি: প্রযোজ্য নয়
|| বয়সসীমা: ১৮+
|| এই আয়োজন শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য [This event is not for Foreigners]
.
বাদবাকি বিস্তারিত জানতে চোখ রাখুন ইভেন্ট ওয়াল ও আমাদের পেইজে।
#ForWildlifeForEarth See less
রেজিস্ট্রেশন ফি:
|| ৫২ কিমি: ২৬০০/-
|| ২৫ কিমি: ২৩০০/-
মাধ্যম: বিকাশ/নগদ (ক্যাশ-আউট চার্জ যুক্ত করতে হবে)
রেজিস্ট্রেশন উইন্ডো:
২ নভেম্বর রাত ০৮:০০টা থেকে ৫ নভেম্বর রাত ০৮:০০টা পর্যন্ত।
Vertical Dreamers © 2025
Developed by Wasif Zahed
Vertical Dreamers © 2025
Developed by wasif zahed